
হোমনায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে সাকিব (১৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাকিব ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কলাকান্দি গ্রামের ভুট্টো মিয়ার ছেলে।
নিহতের চাচা মানিক মিয়া জানান, ওই দিন সকালে সাকিব ঘর থেকে বেরিয়ে কলাকান্দি গ্রামের মসজিদ সংলগ্ন একটি গ্যারেজে তার ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়া অবস্থায় সংযোগ দেওয়া তারে আগুন জ্বলতে দেখে তার এক বন্ধু চিৎকার-ডাকাডাকি শুরু করে। লোকজনের সহযোগিতায় স্বজনরা এগিয়ে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে রামকৃষ্ণপুর ও পরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জরুরী বিভাগের চিকিৎসক সালাম সিকদার জানিয়েছেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।