বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে গনেশ চন্দ্র চক্রবর্তী (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার থানা সংলগ্ন টিএন্ডটি অফিসের পেছন থেকে তার লাশটি উদ্দার করা হয়।
গনেশ বুড়িচং উপজেলা সদর এলাকার প্রয়াত সত্যরঞ্জন চক্রবর্তীর পুত্র ও পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। পুলিশের দাবি, সে মাদকাসক্ত ছিলো। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কর জানান, ‘লোকজনের মাধ্যমে খবর পেয়ে থানা সংলগ্ন টিএন্ডটি অফিসের পেছনে গিয়ে দেখি ঝোঁপের ভেতরে গনেশের লাশ পড়ে আছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
রাজিব কর বলেন, ‘নিহত গনেশের স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি রোববার রাত ৮টায় সে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তবে তার শরীরে কোনোধরনের আঘাতের চিহ্ন ছিলো না। সে মাদকাসক্ত ছিলো। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’