Published : Friday, 12 July, 2019 at 12:00 AM, Update: 12.07.2019 2:07:29 AM

জহিরুল ইসলাম জহির।।
চাঁদপুর-কুমিল্লা
সড়কের লালমাই উপজেলার কেশনপাড়ে সড়ক দূর্ঘটনায় ৪ বাস যাত্রী নিহত হয়েছে।
১১ জুলাই রাত অনুমান সাড়ে ৮ টায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরুড়া উপজেলার
নশরতপুর গ্রামের আলী হোসেন (৬০), চেঙ্গাহাটা গ্রামের আবুল বাশার (৩৭),
চৌদ্দগ্রাম উপজেলার ছোটচলুন্ডা গ্রামের হাসিনা বেগম (২৫) ও লালমাই উপজেলার
বাকই উত্তর ইউনিয়নের কাপাশতলা গ্রামের নুরজাহান বেগম (৪৭)। এ ঘটনায় গুরুতর
আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপে ১২ জন বাস যাত্রী ।
প্রত্যদর্শীরা
জানান, আগে থেকে কেশনপাড় এলাকায় চাঁদপুরমুখী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। রাত
অনুমান সাড়ে ৮টায় কুমিল্লা থেকে ছেড়ে যাওয়া দোয়েল পরিবহনের একটি যাত্রবাহি
বাস বেপরোয়া গতিতে ট্রাকটির পিছনে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। বাসটি
লাকসামের বিজরা বাজার হয়ে বরুড়ার বাতেশ্বর যাওয়ার কথা ছিল।
লালমাইস্থ
লাকসাম হাইওয়ে পুলিশের ইনচার্জ জিয়াউল হক বলেন, ঘটনাস্থলেই ২জন পুরুষ ও ২জন
নারী নিহত হয়েছেন। আহত ১০/১২ জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা
কবলিত বাস ও ট্রাক উদ্ধার করে সড়কে যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।