কুমিল্লায় শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
Published : Friday, 12 July, 2019 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক ॥ কুমিল্লায় মসজিদভিত্তিক শিশু ও গণশিা কার্যক্রম প্রকল্পের
আওতায় গত এক বছরে স্তরভিত্তিক পাঠদানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার
বিতরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা কর্তৃক পরিচালিত ২০১৮
শিক্ষাবর্ষে জেলার ১৭টি উপজেলার ২ হাজার ২৯৩টি কেন্দ্রের চার থেকে ১০ বছর
বয়সের প্রাক-প্রাথমিক ও কুরআন শিক্ষা স্তরের ২২ হাজার ৯৩০ জনকে পুরস্কার
প্রদান করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের
সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুল
ফজল মীর।
ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক সরকার সারোয়ার আলমের
সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মজিদ,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, ফাউন্ডেশনের
সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব, কর্মকর্তা মোহা. সফি উল্লাহ, মোঃ আবদুর
রহিম প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, প্রাক-প্রাথমিক স্তরে আমার ১ম পড়া,
কায়দা, দীনি শিক্ষা, আমার পড়া, আমপারা, আমরা পড়ি আমরা শিখি, আমরা শিখি গণিত
এবং সহজ কুরআন শিক্ষায় প্রতিটি কেন্দ্র থেকে ১০ জন করে ২২ হাজার ৯৩০ জনের
মাঝে পুরস্কার হিসেবে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। এছাড়া প্রতি উপজেলা
থেকে ৩ জন করে মোট ৫১ জন শিক্ষক এবং জেলার ৩ জন কেয়ারটেকারকে ৫শ টাকা করে
পুরস্কার প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় ২০১৮ শিক্ষাবর্ষে জেলায়
প্রাক-প্রাথমিক, কুরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্রে মোট ৮২ হাজার ১৮৫ জন
শিক্ষা গ্রহণ করে।