Published : Tuesday, 9 July, 2019 at 12:00 AM, Update: 09.07.2019 2:42:21 AM

হুমায়ূন কবির জীবন ||
কথা
রাখলেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পপিপিএম।
সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুমিল্লা জেলায় পুলিশ কনস্টেবল পদে ৩০৭
জনকে চাকরি দিয়ে দৃষ্টান্ত স্হাপন করলেন তিনি। তাঁর ঘোষিত ১০৩ টাকায় পুলিশে
চাকরি পাওয়া ৩০৭ জনের মধ্যে ১৩৪ নারী ও ১৭৩ জন পুরুষ। সোমবার রাতে
চুড়ান্তভাবে নির্বাচিতদের নাম ঘোষনা করা হয়। এসময় ১০৩ টাকায় চাকরি পেয়ে
অনেককেই খুশিতে কান্না করতে দেখা যায়।
এর আগে কুমিল্লা জেলায় কনস্টেবল
নিয়োগে লিখিত পরীক্ষায় ২ হাজার ৬ শ’ ৫৪ জনের মধ্যে ৬১০ জন উত্তীর্ণ
হয়েছিলো। এদের মধ্যে ৪ শ’ ৭৯ জন পূরুষ এবং ১ শ’ ৪১ জন নারী। গত শনিবার
দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্সে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সকল
অংশগ্রহণকারীর উপস্থিতিতে লিখিত পরীক্ষায় ঊত্তীর্ণদের নাম ঘোষণা করেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের শনিবারই মৌখিক পরীক্ষা নেওয়া হয়। আর সোমবার
রাতে ঘোষণা করা হয় চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত ৩০৭ জনের নাম ঘোষণা করা হয়।
গত
১ জুলাই কনস্টেবল পদে অন্তত ৬ হাজার নিয়োগ প্রত্যাশী শারীরিক পরীক্ষায় অংশ
নেন। সেখান থেকে ২ হাজার ৬শ’ ৫৪ জনকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়।
কুমিল্লার
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ
কনস্টেবল নিয়োগ প্রদানের উদ্দেশ্যে বেশ কিছুদিন থেকেই ব্যাপক প্রচারণা ও
লিফলেট বিতরণ করা হয়েছে। আর্থিক লেনদেনসহ সব অনিয়ম ও সুপারিশ পরিহার করে
সুষ্ঠুভাবে পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়টি সম্পন্ন করতে সব রকরমের
সতর্কাবস্থা গ্রহণ করা হয়েছিলো। শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পেরে খুব ভালো লাগছে।