
ঝুঁকি কমাতে সাধারণ বিনিয়োগকারীদের জেনে-শুনে-বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন’র (অ্যাপেক) ফিন্যান্সিয়াল লিটারেসি এবং ইনভেস্টর প্রোটেকশন সম্মেলনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বিভিন্ন সংস্কার করে পুঁজিবাজারে জবাবদিহি নিশ্চিত করা হয়েছে। এ ক্ষেত্রে যারা পুঁজিবাজারে বিনিয়োগ করেন বা যারা খরচ করেন তাদের একটা অনুরোধ করব- আপনারা যখন বিনিয়োগ করতে যান বা খরচ করতে যান, যে টাকা উপার্জন করেন তার সবটুকু খরচ করে ফেলবেন না। কিছু টাকা জমা রেখে তারপর করবেন।
তিনি বলেন, কেননা অনেক সময় দেখা যায়, যতটুকু পাওয়া গেলে, আরও বেশি পাওয়ার লোভে সবটুকু খরচ করে ফেলে শেষে শূন্য হয়ে যেতে হয়। সেটা যেন না হয়। এ জন্য যাই উপার্জন করুন, কিছু হাতে রেখে জমা রাখবেন, কিছু খরচ করবেন। তাহলে আমার মনে হয় আপনাদের আয় স্থিতিশীল থাকবে।
ভাষণ শেষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৪ দিন ব্যাপী এ্যাপেক ফিন্যান্সিয়াল লিটারেসি এবং ইনভেস্টর প্রোটেকশন (এফআরটিআই) সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
২২টি দেশের অংশগ্রহণে এ সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)।