Published : Thursday, 23 May, 2019 at 5:35 PM, Update: 23.05.2019 9:03:12 PM
কুমিল্লায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তারা কুমিল্লা শহরের কান্দিরপাড়ে রাস্তা উন্নয়নের জন্য যে কচুরিপনা ফেলা হয়েছে তা থেকে সৃষ্ট বালু অপসারণের জন্য দাবি জানিয়েছেন। ‘উন্নয়নের বালু’র কারণে এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহচ্ছেন। সভায় এ দাবির প্রেক্ষিতে বিশ্ব পরিবেশ দিবসে কুমিল্লা সিটি কর্পোরেশনকে বালু অপসারণের জন্য লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত হয়।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবসের প্রস্তুতি সভায় দিবসটি পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা বিষয়ে সিদ্ধান্ত হয়।

সভায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ নাজমুল হাসান, কুমিল্লার জোনাল সেটেলমেন্ট অফিসার ছামছুল আলম, পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সিনিয়র কেমিস্ট জহিরুল ইসলাম তালুকদার, কুমিল্লা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ মো: আলমগীর খান, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, বাপা কুমিল্লার সহ সভাপতি অধ্যক্ষ মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, বাংলাদেশ স্কাউটস কুমিল্লার সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর আলম, পেইজ পরিচালক মো: ইউনুছ, কুমিল্লা জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, কুমিল্লা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবদুল হাফিজ, সাংবাদিক অশোক বড়–য়া, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্চিতা দাস, সাবেক জেলা কালচারাল অফিসার বশির উল আনোয়ার, কুমিল্লা সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার প্রতিনিধি হাফেজ আহাম্মদ, কুমিল্লা ইপিজেডের এনভায়রনমেন্ট কাউন্সিলর আবদুল কাদের তালুকদার, জেলা সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী, কুমিল্লা ফরিদা বিদ্যায়তনের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের সহ শিক্ষক সামিউল আলম প্রমুখ।
সভায় আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের পরিবর্তে ঈদের কারণে তা ২০জন পালনের সিদ্ধান্ত হয়।