জহির শান্ত: চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘি মাঠে আব্দুল জব্বারের বলীখেলার ১১০তম আয়োজনের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলীদে সংবর্ধনা প্রদান করেছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা।
সোমবার জেলা ক্রীড়া সংস্থার ইফতার মাহফিলের পূর্বে আয়োজিত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁর হাতে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
সংবর্ধনা শেষে সন্ধ্যায় দৈনিক কুমিল্লার কাগজের কাছে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন হোমনা উপজেলার ভাসানিয়া-কাশিপুর গ্রামের কৃতী সন্তান শাহজালাল বলী।
তিনি বলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা আজকে আমাকে যে সম্মান দিয়েছে- তার জন্য আমি সত্যিই অভিভূত। তাদের এ ভালোবাসা আমাকে আগামী দিনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।
‘এ সম্মান ধরে রাখতে বাড়িতে নিয়মিত অনুশীলনের পাশাপাশি জেলার কোচ নাজির স্যারের সাথেও যোগাযোগ রাখছি’- যোগ করেন তিনি।