
রণবীর ঘোষ কিংকর।
শক্তিশালী ঘুর্ণিঝড় ‘ফণী’ থেকে বাংলাদেশকে রক্ষায় আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেছেন হেফাজত আমীর আল্লামা আহমদ শফি।
বৃহস্পতিবার (২ মে) কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মহিলা কলেজ রোডস্থ ‘আল-মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম’ মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা শেষে দোয়া ও মোনাজাত করেন তিনি।
তিনি বলেন, টেলিভিশন ও পত্রিকায় দেখছি শক্তিশালী ঘুর্ণিঝড় ভারতে আঘাতহানার কথা ছিল। সেটি এখন নাকি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। আপনারা সবাই আল্লাহর পাকের দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন। আল্লাহ যাতে আমাদের মোনাজাত কবুল করেন’।
মোনাজাত শেষে বাংলাদেশ রেফাকুল মাদারিসিল আরাবিয়া’র চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করেন।
ওই ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
এদিকে, চান্দিনায় আল্লামা আহমদ শফি’র আগমন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়। দুপুর সাড়ে ১২টায় ‘মেঘনা এভিয়েশন’ নামে একটি হেলিকপ্টর যোগে চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অবতরণ করেন তিনি। মাহফিল শেষে বিকাল সোয়া ৩টায় একই স্থান থেকে হাটহাজারীর উদ্দেশ্যে চান্দিনা ত্যাগ করেন প্রখ্যাত ওই আলেম।