
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দোতলা থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি লিমন মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ মার্চ) সকালে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিমন মজুমদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। লিমন শহরের সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে।
স্থানীয়রা জানান, শহরের বাতামতলা এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির দোতলা থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে নির্মাণাধীন বাড়ির দোতলায় বসবাসকারী ঘুম থেকে উঠে দরজা খুলে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে বাড়ির অন্যান্য লোকসহ এলাকার লোকজন বাড়িতে ভীড় করে। পরে মাদারীপুর মডেল থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লিমনের পরিবারের দাবি লিমনকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। লাশের ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ জানা যাবেনা বলে জানিয়েছেন পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরি করার পর লিমনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল হক সরদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।