আর. কে. নিরব।। ২৩ তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগীতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলকে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)।
রবিবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রামপুরা ভবনে এই বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । এরই মধ্যে দিয়ে প্রথম পর্ব সফল ভাবে সম্পন্ন করে দ্বিতীয় পর্ব নিশ্চিত করলো দলনেতা আনোয়ারুল আজিমের দলটি।
‘মানব সভ্যতার বিকাশে সম্পদের চেয়ে মানষ্যত্বের অবদানই বেশী’ বিষয়ের বিপক্ষে অবস্থান করে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ।
সনাতনী এই বিতর্ক প্রতিযোগীতায় ভিসিডিএস-এর প্রথম বক্তা ইসরাত জাহান ইমা, দ্বিতীয় বক্তা ফারজানা নিশাত ও দলনেতা আনোয়ারুল আজিম নিজ নিজ বক্তব্য উপস্থান করেন। তত্ত্ব ও তথ্য মূলক বক্তব্য উপস্থাপন করে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন দলনেতা আনোয়ারুল আজিম। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেছবা কামাল (পিএইচডি)।
তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া বিতর্ক পরিষদ বরাবরই ভালো বিতর্ক করে থাকে। আশা রাখছি সামনের পর্ব গুলোতে এই ধারা অব্যাহত থাকবে’।
ভিক্টারিয়া কলেজ বিতর্ক পরিষদের সভাপতি ও প্রতিযোগীতার দলনেতা আনোয়ারুল আজিম বলেন, ‘নিঃসন্দেহে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ দেশ সেরা বিতার্কিকদের দল। আমরা ভাল বিতর্ক করেছি, তাই জয় পেয়েছি’।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা বলেন, ‘এই প্রাপ্তী আমাদের জন্য গৌরবের। আমি আশা করি বিতর্ক পরিষদের এই সাফল্য চলমান থাকবে। আগামী পর্ব গুলোতেও আমাদের কলেজ বিজয়ী হবে বলে প্রত্যাশা করছি’।