
সেন্ট কির্টসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে টি২০ তে লজ্জার রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ।সফরকারীদের সাথে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হেরে বেকফুটে গেইলবাহিনী। তাই ২য় ম্যাচ ছিলও সিরিজে টিকে থাকার লড়াই।কিন্তু উল্টো ওয়েস্ট ইন্ডিজ লজ্জার রেকর্ড গড়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ইংলিশদের। দলীয় ১৫ রানে বেয়ারস্টো, ২৭ রানে আরেক ওপেনার হেলস আউট হয়, একটু পরে ১ রান করে আউট হন অধিনায়ক মরগান।
এরপর ডেলনি দ্রুত বিদায় নিলেও জো রুট ও সেম বিলিং ৯২ রানের জুটি গড়েন। দলীয় ১১৪ রানে ব্যাক্তিগত ৫৫(৪০) রানে রুট আউট হলেও দলকে শক্ত অবস্থানে নিয়ে যান সেম বিলিংস।তিনি ৪৭ বলে দশ বাউন্ডারি ৩ ওভার বাউন্ডারি তে ৮৭ রান করেন।
১৮৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৩য় ওভারে উইলির বলে রুটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গেইল, তার এক বল পরই আউট হন আরেক ওপেনার হোপ।দলীয় ১৩ রানে দুই ওপেনার আউট হলে আর ম্যাচে ফিরতে পারেনি ক্যারিবিয়ানরা।
এর পর দলীয় ৪র্থ ওভারের ৪র্থ ও ৫ম বলে ড্যারেন ব্যাভো ও হোল্ডার কে ফিরান ক্রিস জর্ডান। দুজনই ০ রানে আউট হন।
ক্যারিবিয়ানদের পক্ষে মাত্র দুই জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেন। হিটমায়ার ও ব্রাথওয়েট দুজনে ১০ রান করে করেন।
ইংলিশদের পক্ষে জর্ডান ২ ওভারে ৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।এছাড়া আদিল রশিদ, প্লাঙ্কেট এবং উইলি সবাই দুইটি করে উইকেট নেন।টি২০ তে ওয়েস্ট ইন্ডিজের এটা সর্বনিম্ন রান। এছাড়া আন্তর্জাতিক টি২০ তে এটা কোন দলের ২য় সর্বোনিন্ম রান। ২০১৪ সালে চিটাগাং এ নেদারল্যান্ড এর করা ৩৯ রান টি২০ তে সর্বনিম্ন রানের রেকর্ড।