Published : Tuesday, 5 March, 2019 at 12:00 AM, Update: 05.03.2019 1:45:06 AM

মো. হাবিবুর রহমান :
মুরাদনগরে
গোমতী নদী থেকে ভঅসমান অবস্থায় অজ্ঞাতনামা এক কিশোরীর (১৮) গলাকাটা লাশ
উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মুরাদনগর উপজেলা সদরের কেন্দ্রিয়
কবরস্থান সংলগ্ন গোমতী নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, গোমতী
নদী দিয়ে একটি লাশ ভেশে যাচ্ছে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে
মুরাদনগর থানার একদল পুলিশ কবরস্থান এলাকা থেকে সূরতহালপূর্বক ওই লাশ
উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিশোরীর পড়নে মিষ্টি কালারের ছেলোয়ার ও কামিজ
ছিল। লাশের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কাটা চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
দুপুরে লাশটি ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে এ
রিপোর্ট লেখা পর্যন্ত ওই কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। উক্ত ঘটনায় এসআই
নুরুন্নবী বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করেছে।
মুরাদনগর থানার ওসি
একেএম মনজুর আলম ঘটনার সত্যতা শিকার করে জানান, কিশোরীকে ছুরিকাঘাত ও গলা
কেটে হত্যা করে লাশটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।