
ঠাকুরগাঁওয়ের হরিপুরের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। তিনি বলেন, এমন ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সে বিষয়ে বিজিবি সদস্য ও এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে ঠাকুরগাঁও জেলা সার্কিট হাউস হল রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, বিজিবির পক্ষ থেকে ঘটনাটি তদন্তে উচ্চ পার্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি নিজেও এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। তদন্ত শেষে নিহত ও আহতদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
এ সময় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় বিজিবির গুলিতে তিনজন নিহত হন, আহত হন ১৫ জন। গত বৃহস্পতিবার এ ঘটনায় নিহতরাসহ প্রায় ২৫০ জনের বেশি গ্রামবাসীকে আসামি করে হরিপুর থানায় মামলা করেছে বিজিবি।