Published : Monday, 18 February, 2019 at 12:00 AM, Update: 18.02.2019 1:57:26 AM

স্টাফ
রিপোর্টার: কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান
চালিয়ে ৩০ মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক
মাদকসেবীদের প্রত্যেককে ১৫ দিনের কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানা করা
হয়।
রোববার সন্ধ্যায় কুমিল্লা রেলওয়ে স্টেশন ধর্মপুরসহ আশপাশের এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
কুমিল্লা
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান,
মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যায় নগরীর বিভিন্ন
এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় ৩০জনকে আটক করে
পুলিশ। রাতে তাদের থানায় এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও জরিমানা
করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক। মাদক বিরোধী এ অভিযান চলবে জানিয়েছেন
ওসি আবু সালাম মিয়া।