কুমিল্লায় মাদকের বিরুদ্ধে
সাড়াশি অভিযান জোরদার(ভিডিও)
সজিব হোসেন।।
Published : Sunday, 17 February, 2019 at 11:34 PM
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান আরো জোরদার করেছে কুমিল্লা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় অন্তত ৩০জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা, গাজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য। শনিবার ৩৯ জন মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে রবিবারও শহরের শাসনগাছা, ধর্মপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত ও পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় অন্তত ৩০জনকে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া জানান, তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা, গাজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য। কুমিল্লা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক জানান, মাদক বিরোধী অভিযানটি আরো জোরদার করা হয়েছে। ইয়াবা ও গাজা সেবনের দায়ে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে এবং অর্থদন্ড করা হয়েছে। বাকিদেরও যাচাই বাছাই করে আইন অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।
গত দুই দিনের সাড়াশি অভিযানে এ নিয়ে অন্তত ৬০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হলো।