
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর ভূঁইয়াপাড়া থেকে নিখোঁজ হালিমা আক্তার নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু হালিমা ওই এলাকার আমির হোসেনের মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় হালিমা। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এর কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে হালিমার পরিবার জানতে পারে তাদের বাড়ি থেকে ৫০০ গজ দূরবর্তী দু’টি ভবনের মধ্যবর্তী স্থানে হালিমার মরদেহ পাওয়া যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রাখা হয়েছে। তবে তদন্তের পর জানা যাবে কি কারণে বা কেনো মারা গেছে শিশু হালিমা।