Published : Tuesday, 15 January, 2019 at 12:00 AM, Update: 15.01.2019 1:21:01 AM

সিটিভি
নিউজের সম্পাদক কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক
ওমর ফারুকী তাপসের মা রওশন আরা বেগম আজ ১৪ জানুয়ারী সোমবার ভোর ৫.৫০
মিনিটের সময় কুমিল্লা নগরীর মোগলটুলিস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন।
ইন্নাল্লিলাহি ওয়াইন্না- ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি বেশ
কিছুদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। সোমবার বাদ জোহর মোগলটুলি শাহ
সুজা মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং পরে বিষনুপুর কাজির পুকুর পাড়
কবরস্থানে তাকে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ আসর মোগলটুলিস্থ শাহ সুজা
মসজিদে মরহুমার কুলখানী ও দোয়া অনুষ্ঠিত হবে।
সাংবাদিক নেতা ওমর ফারুকী তাপসের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন,
বাংলাদেশ
সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সহভাপতি ইয়াসমীন রীমা এবং সাধারণ সম্পাদক
শাহাজাদা এমরান,কুমিল্লা প্রেসকাবের আহবায়ক মাসুক আলতাফ চৌধুরী,টেলিভিশন
জার্নালিষ্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি একুশে টেলিভিশনের প্রতিনিধি
হুমায়ূন কবীর রনি, সহ কুমিল্লা প্রেসকাবের সদস্যগণ, সাংবাদিক সমিতির
নেতৃবৃন্দ এবং কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সকল
সাংবাদিকগণ ।
আরো শোক প্রকাশ করেছেন দৈনিক ব্রাহ্মণপাড়া - বুড়িচং
সংবাদের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আহাম্মেদ লাভলু,দৈনিক যুগান্তর বুড়িচং
প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন,আমির হোসেন জোবেদা কলেজের অধ্য মো: নজরুল
ইসলাম,প্রভাষক রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক মো: মুকবুল হোসেন,দৈনিক তরুন
কন্ঠ প্রতিনিধি মাফুজুর রহমান বাবু,ডাক প্রতিদিন প্রতিনিধি মো: ফারুক
আহম্মেদ, সাংবাদিক ফয়সাল আহাম্মেদ,মো: আবদুল্লাহ প্রমুখ।