Published : Friday, 12 October, 2018 at 12:00 AM, Update: 12.10.2018 1:12:00 AM

রনবীর
ঘোষ কিংকর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় হেলপারকে হত্যা ও
চালককে কুপিয়ে আহত করে রড বোঝাই একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ মহাসড়কের দাাড়িয়াপুর এলাকা থেকে
হেলপারের মরদেহ উদ্ধার করে।
নিহত হেলপার মো: তোফয়েল হোসেন (২৫)
কুমিল্লা সদর উপজেলার রাজাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। পুলিশের ধারণা,
বুধবার দিবাগত রাতের কোনো একসময় এ হত্যাকা- ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ
ঘটনায় গুরুতর আহত ট্রাক চালক খোরশেদ আলম কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন। সে চান্দিনা উপজেলার ছায়কোট-তুলাতলী গ্রামের আ: আজিজের ছেলে।
চান্দিনা
থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শামসুল ইসলাম জানান, ‘কুমিল্লার
সফিউল আলম ষ্টীল কোম্পানী থেকে রড বোঝাই ট্রাকটি ঢাকায় যাচ্ছিল। পথে
চান্দিনার দোতলা-দাড়িয়াপুর এলাকায় পোঁছলে ছিনতাইকারীদের কবলে পরে ট্রাকটি।
এসময় ছিনতাইকারীরা ট্রাকের হেলপারকে হত্যা ও চালককে গুরতর আহত করে রড
বোঝাই ট্রাকটি নিয়ে যায়।’
তিনি বলেন, ‘ছিনতাই হওয়ায় ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ উদ্ধার করেছে বলে শুনেছি।’