Published : Friday, 12 October, 2018 at 12:00 AM, Update: 12.10.2018 1:38:51 AM

রণবীর
ঘোষ কিংকর।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় সড়ক দুর্ঘটনায় চান্দিনা
মহিলা ডিগ্রি কলেজের দুই জন ছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ওই
কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
শোকাহত শিক্ষক ও শিক্ষার্থীরা পাঁচ দফা
দাবীতে বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে কলেজ থেকে একটি মৌন মিছিল নিয়ে
চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করে। পরে উপজেলা নির্বাহী
অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।
স্মারক
লিপিতে ঘাতক চালককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নিহতদের
পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের সু-চিকিৎসা, চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের জন্য
দুটি কলেজ বাস প্রদানসহ ৫ দফা দাবি করেন তারা। ছাত্রীদের পক্ষে
স্মারকলিপিতে স্বাক্ষর করেন কলেজের ছাত্রী তাহমিনা আক্তার তামান্না, তন্নী
চক্রবর্তী, নূর জাহান আক্তার।
মানববন্ধন বন্ধনে নিহত ছাত্রীদের পরিবারের
প্রতি সমবেদনা জানিয়ে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার
এস.এম জাকারিয়া, চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ,
চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টা।
স্মারকলিপি প্রদানের সময় ছাত্রীদের সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-
চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, সহকারী অধ্যাপক
শ্রীধর বণিক, প্রভাষক মো. এনায়েত উল্লাহ্ ভূইয়া, মো. হেদায়েত উল্লাহ্, গৌতম
কুমার দেব, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রসঙ্গত, বুধবার (১০ অক্টোবর)
দুপুর পৌঁনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন গোবিন্দপুর
এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের একাদশ
শ্রেণীর দুইজন ছাত্রী নিহত হয়। নিহতরা হলো- দেবিদ্বার উপজেলার প্রেমু
গ্রামের আব্দুল ওহাবের এর মেয়ে পপি আক্তার (১৮), একই গ্রামের মরিয়ম আক্তার
মুনমুন (১৮)।