
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে রিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে খিলক্ষেতের বোটঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের স্বামী পিন্টু ইসলামকে খুঁজে পাচ্ছে না পুলিশ।
খিলক্ষেত থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, একটি পাঁচতলা ভবনের নীচতলার কক্ষে একজনের মরদেহ আছে বলে পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে রিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, রিনা তার স্বামী-সন্তানসহ ওই বাসায় ভাড়া থাকতেন। ধারণা করা হচ্ছে রিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পিন্টুকে আটকের চেষ্টা চলছে। তাকে ধরতে পারলে বিস্তারিত জানা সম্ভব হবে। এছাড়া মরদেহ উদ্ধারের সময় তাদের সন্তান বাসায় ছিল না।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।