
রনবীর ঘোষ কিংকর ||
বিশিষ্ট্য সমাজ সেবিকা ও মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, ‘সমাজে নারী-পুরুষ সমান অধিকার। পুরুষের পাশাপাশি নারীদেরও সমান সুযোগ দিলে দেশ এগিয়ে যাবে’।
বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার পূর্ব বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘নিজেরা করি’ সংগঠনের ভূমিহীন সমিতির ছেলে-মেয়েদের নিয়ে মহান মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘নিজেরা করি’ সংগঠনের সমন্বয়ক খুশি কবির প্রতিটি মায়ের প্রতি আহবান করে আরও বলেন, নিজেদের একটু কষ্ট হলেও সন্তানকে স্কুল মুখী করবেন এবং সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করার চেষ্টা করবেন।
ভূমিহীন সমিতির সদস্যদের ছেলে-মেয়ের আয়োজনে অনুষ্ঠানে মহান মাতৃভাষার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, নাটিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চান্দিনা পূর্ব বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। এসময় ‘নিজেরা করি’ সংগঠনের অনুষ্ঠানের সাথে মিশে যান তিনি।
সৈয়দ ফরহাদ এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মফিজুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় দপ্তর সম্পাদক কমল বক্সী, এসএমসি সভাপতি আব্দুর রহিম, নিজেরা করি সংগঠনের কর্মকর্তা ইব্রাহীম খলিল, মো. শাহজাহান, আনোয়ারা বেগম, খায়রুল কবির, ভূমিহীন সংগঠনের সদস্য হনুফা বেগম, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।