
রনবীর ঘোষ কিংকর।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ঘোষনা কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মোকাবেলায় কুমিল্লার চান্দিনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশিপাশি অবস্থান নিয়েছে আওয়ামীলীগ।
বৃহস্পতিবার সকাল থেকে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি সমর্থিত নেতা-কর্মীরা মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে এবং অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সমর্থিত নেতা-কর্মীরা মাধাইয়া বাজার বাস স্টেশন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি অবস্থান নেয়।
এছাড়া উপজেলা সদরের দফায় দফায় মিছিল করে দুই গ্রুপের নেতা-কর্মীরা। দুপুরে খালেদা জিয়ার পাঁচ বছরের সাজার রায় ঘোষনার পর ওই রায়কে স্বাগত জানিয়ে পৃথক মিছিল করে তারা।
চান্দিনা উপজেলা সদরের আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সুরুজ ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আশেকুর রহমান এলাহী, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাহাঙ্গীর মুন্সি, সাধারণ সম্পাদক মিঠু, স্থানীয় ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক কাজী ইয়াছিন অভি প্রমুখ।
অপরদিকে, মাধাইয়া বাস স্টেশনে অবস্থান নেন জেলা পরিষদ সদস্য মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা জর্জ কোটের সহকারি পিপি এড. শাহজালাল মিঞা শিপন, কেন্দ্রিয় যুবলীগ নেতা মুজিবুর রহমান, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, মাধাইয়া ইউপি সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, সাবেক যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, মনির খন্দকার, মহিচাইল ইউপি সাবেক চেয়ারম্যান একেএম রুহুল আমিন, কেরনখাল ইউপি সাবেক চেয়ারম্যান শামছুল আলম, উপজেলা যুবলীগ নেতা দুলাল হাসান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার, আওয়ামীলীগ নেতা আব্দুল হক আব্দুল্লাহ, বাতেন মজুমদার, বরকইট ইউপি যুবলীগ নেতা শাহজাহান, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগ, সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, ছাত্রলীগ নেতা টিপু প্রমুখ।
কুমিল্লা জর্জ কোট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সহকারি পিপি এড. শাহজালাল মিঞা শিপন জানান, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নির্দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে মহাসড়কে অবস্থান নিয়েছি।