
উপজেলা বিএনপি নেতা মোঃ মনির আহমেদ এবং পৌর জামায়াতের আমীর সাবেক ইসলামী ব্যাংক কর্মকর্তা আবুল হাশেমকে গত বুধবার রাতে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ লাকসাম থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি নেত্রী বেগম জিয়ার রায়কে ঘিরে নাশকতার আশংকা থাকায় উপজেলা বিএনরপি নেতা ও দৈনিক দিনকাল লাকসাম প্রতিনিধি মনির আহমেদ এবং সাবেক ব্যাং কর্মকর্তা ও পৌর জামায়াতের আমীর আবুল হাশেমকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ লাকসাম থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল-মাহফুজ ঘটনার সত্যতা স্বীকার করেন।