Published : Monday, 7 August, 2017 at 12:00 AM, Update: 07.08.2017 1:22:01 AM

স্টাফ
রিপোর্টার।। আছে দুঃখ, আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ
তবু অন্ত লাগে- সহ¯্রাধিক রবীন্দ্রসঙ্গীতের একটি কলিকে ধারণ করে গতকাল
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুমিল্লা শাখার আয়োজনে কুমিল্লায়
কবিগুরু রবীন্দ্রনাথের ৭৭তম প্রয়াণ দিবস পালন করা হয়। বীরচন্দ্র নগর
মিলনায়তনে মুক্তিযুদ্ধ কর্ণারে এ অনুষ্ঠান হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন
শাখার সহ-সভাপতি ডা: মল্লিকা বিশ্বাস। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক
শান্তিরঞ্জন ভৌমিক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের বিভাগীয়
প্রধান ড. মেহেদী হাসান, দিদারুল আলম, অধ্যাপক সমীর মজুমদার প্রমুখ ।
আবৃত্তিতে
অংশগ্রহণ করেন মো: কামরুজ্জামান, সুলতানা রহমান দিপালী ও খলিলুর রাহমান
শুভ্র। সঙ্গীত পরিবেশনা করেন রিপা দত্ত, সংগীতা কর, মিতা পাল, রুমা নাথ,
শিপ্রা সরকার, ডা: মল্লিকা বিশ্বাস, জ্যোতি সূত্রধর, শুভেচ্ছা, সুধা,
মনিকা, নোভা প্রমুখ।