
কুমিল্লার কাগজ ডেস্ক।।
মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার ২৭ বছর পূর্তি উদযাপন করছে। ২১ জানুয়ারি শনিবার বিকেল ৫টায় শাহাবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ২৭তম প্রতিষ্ঠা উৎসবের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকাম।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন আবৃত্তিশিল্পী রেজীনা ওয়ালী লীনা, ড. শাহাদাত্ হোসেন নিপু, ফয়জুল আলম পাপ্পু, ইকবাল খোরশেদ, মাসকুর-এ-সাত্তার কল্লোল, মাহিদুল ইসলাম প্রমূখ।
এ সময় দলীয় আবৃত্তি পরিবেশন করবে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, স্রোত আবৃত্তি সংসদ ও ঢাকা স্বরকল্পন।
ইত্তেফাক/